ইউক্রেনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাশিয়া। যুদ্ধের মধ্যে বাংলাদেশি জাহাজটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে ইউক্রেনের গণমাধ্যমে খবর এলেও রাশিয়া স্বীকার কিংবা অস্বীকার না করে বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর বিডিনিউজের।
ওলভিয়া বন্দরে অবস্থানরত বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে হাদিসুর নিহত হওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার ঢাকার রুশ দূতাবাস শোক জানিয়ে বিবৃতি দেয়। এতে বলা হয়, আমরা মৃতের স্বজনদের উদ্দেশ্যে গভীর শোক প্রকাশ করছি।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বলছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ নৌ বাহিনী। একটি রকেটে জাহাজের উপরিভাগে আঘাত হানার পর আগুন ধরে যায়।
এই হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে রুশ দূতাবাস বলছে, ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। ওই ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে যুদ্ধের মধ্যে ইউক্রেনের বাহিনীও হামলা চালাচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়, মনিটরিংয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে রাশিয়ার সেনা কমান্ড বারবার বলে আসছে, পশ্চাদপসরণের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা অতর্কিত হামলা চালাচ্ছে এবং সন্ত্রাসীদের মতো মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য অনেককে জিম্মি করছে। তবে বাংলাদেশি জাহাজে হামলার ঘটনায় নাবিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলেনি দূতাবাস।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আটকে পড়া জাহাজটির ‘নিরাপদ প্রত্যাবর্তনের জন্য’ রাশিয়া সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।