জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম নগরীতে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের দাপট জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। শহীদ হাদির নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
তিনি গতকাল শুক্রবার দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে চকবাজার থানা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ হাদি ছিলেন একজন জুলাই আন্দোলনের অগ্রনায়ক। তার হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো রাষ্ট্রকে ব্যথিত করেছে। এই হত্যার বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। বক্তব্য দেন, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য জসিম আল হাসান, মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












