হাতিয়া চ্যানেলে ডুবল এমভি ফুলতলা-১

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৪:৩৭ পূর্বাহ্ণ

হাতিয়ার কাছে বঙ্গোপসাগরের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সিমেন্টের কাঁচামাল বোঝাই এমভি ফুলতলা-১ নামের জাহাজটি হাতিয়ার নতুন চ্যানেলের কাছে ডুবন্ত একটি ভলগেটের সাথে ধাক্কা খায়। এতে জাহাজটির তলা ফেটে যায় এবং পানি ঢুকে অল্পক্ষণের মধ্যে ডুবে যায়। জাহাজটির ১২ নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।
লাইটারেজ জাহাজ মালিকদের একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে এমভি ফুলতলা-১ নামের জাহাজটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটি হাতিয়া নতুন চ্যানেলের পজিশন-৫ নামক স্থান অতিক্রমকালে ডুবন্ত একটি ভলগেটের সাথে ধাক্কা খেলে জাহাজ ডুবির ঘটনা ঘটে। এমভি ফুলতলা জাহাজের ১২ জন নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি জাহাজে ওঠে যায়। সূত্র জানায়, ৬-৭ দিন আগে একটি ভলগেট ডুবে যায়। ওই ভলগেটের ডুবন্ত স্থানে বিআইডব্লিউটিসির চ্যানেল মার্কিং দেওয়ার কথা। যাতে অন্য জাহাজ মার্কিং দেখে সতর্ক হতে পারে বা স্থানটি দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে যেতে পারে। কিন্তু তারা সেটি না করায় দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসজীব গ্রুপের এমডি-সিইওসহ ৮ জন রিমান্ডে
পরবর্তী নিবন্ধচার দিন পর দৈনিক শনাক্ত ১০ হাজারের নিচে