হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি শ্যেন এরেস্ট

চবি ছাত্র হৃদয় খুনের মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হৃদয়ের মৃত্যুর ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে গ্রেপ্তার দেখানো (শ্যেন এরেস্ট) হয়েছে। গতকাল চান্দগাঁও থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তাদের গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাদের।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম কারাগার থেকে সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে আদালতে নিয়ে আসা হয় এবং চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। দম্পতির রিমান্ড চাওয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, এখনো চাওয়া হয়নি। হয়তো চাইবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন আজাদীকে বলেন, গত বুধবার সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌসকে নোয়াখালী কারাগার থেকে নিয়ে আসা হয়। তারা সেখানে আগে আরেক মামলায় গ্রেপ্তার ছিলেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া নিহতের ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় গত ২০ সেপ্টেম্বর একটি মামলায় দায়ের হয়। মো. আজিজুল হক নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০৬ জনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছাগলের খামারে বিপুল নকল সিগারেটের ব্যান্ডরোল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি নেতা হত্যার দায়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার