হাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২৫ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উওর জেলার সাবেক সভাপতি শওকত আলম শওকত (৬৫) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চেয়ারম্যান শওকত আলম শওকত ওই ইউপির ৬নং ওয়াডস্থ হিম্মত মুহুরি বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকার সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত আটটার দিকে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল সকালের দিকে আদালতে প্রেরণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৮মে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করেছিলো পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছিনতাইকারী গ্রেপ্তার