হাটহাজারীতে মাত্র আধঘণ্টার ব্যবধানে দুটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে এবং সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, আলমপুর একটি মাদ্রাসার দক্ষিণ পাশে মাছের প্রজেক্টের পাড়ে সকালে আনুমানিক ৫৫ বছর বয়সী একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। অপরদিকে মদুনাঘাট এলাকার বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে হালদা নদীর সংযোগ স্থলের স্লুইস গেটের নিচে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মদুনাঘাট এলাকা থেকে উদ্ধার করা লাশটি ৩/৪ দিন পূর্বের হতে পারে যা পচে ফুলে গেছে। এখনো পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুইয়া জানান, উভয় লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।











