হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির গুরুত্বপূর্ণ সংযোগস্থল নাঙ্গলমোড়া বাজার সংলগ্ন (বহরম মাঝির ঘাট) হালদা নদীর পূর্ব–পশ্চিম পাড়ের বিস্তীর্ণ এলাকার জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ৩২ জন আইনজীবী। গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে মঈজুদ্দিন শাহ্ আল ফারুকি (র)’র নামে একটি সংযোগ ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছে। স্থানীয় এসব আইনজীবী বিবৃতিতে আরো বলেন, এই গুরুত্বপূর্ণ ব্রিজটি প্রতিবছর স্থানীয়রা বাঁশ দিয়ে নির্মাণ করে বহু কষ্টে জনসাধারণের পারাপারের ব্যবস্থা করে থাকেন। বর্ষায় খরস্রোতা হালদার জোয়ারে বাঁশের সংযোগ ব্রিজটি ভেঙে যায়। প্রায় সময় মৃত্যুর ঝুঁকি নিয়ে উভয় তীরের মানুষকে নৌকা পারাপার করতে হয়। সরকারের আধুনিক উন্নয়নের রোল মডেল থেকে বাদ পড়া এলাকাটির হাজার নর নারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ দৈনন্দিন প্রয়োজনে উভয় তীরের হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা দীর্ঘ পথ অতিক্রম করে নিজ নিজ এলাকা থেকে যাতায়াত করে। অথচ একটি ব্রিজের অভাবে তিনটি থানা ও উপজেলার সম্ভাবনাময় এলাকাটির উন্নয়ন থমকে আছে। এলাকার সংযোগ ও যোগাযোগে বিশেষ ভূমিকা রেখে আলোকিত করবে, আর খুলে দেবে অপার সম্ভাবনার দ্বার। বিবৃতিদাতারা এ ব্যাপারে হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী ও ফটিকছড়ির এমপি নজিবুল বশর মাইজভান্ডারীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
বিবৃতিদাতা আইনজীবীরা হলেন এড. মোহাম্মদ নুরুল আমীন, এড. এএফএম মইনুদ্দিন আহমেদ, এড. জিয়া হাবীব আহসান, এড. শফিউল মোরশেদ চৌধুরী, এড. মনিরুল আলম, এড. জহিরুল আলম, এড. আব্দুল মান্নান, এড. জান্নাতুন নাঈম রোমানা, শাহীন হাসান চৌধুরী, এড. নাসিমা বেগম, মোহাম্মদ শাহজাহান, এড. মোহাম্মদ রফিকুল আলম, ব্যারিস্টার সাজিদ মাহমুদ, ব্যারিস্টার সামিরা মাহমুদ, মো. তসলিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।