পরিবেশ সুরক্ষায় ২০২৩ সালে চট্টগ্রামে ২৩ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এরই অংশ হিসেবে হাটহাজারীতে প্রায় দেড় লক্ষাধিক গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চার হাজার ফলদ চারা গাছ বিতরণ করা হয়েছে। হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি ছাত্রদের মাঝে এসব চারাগাছ বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ১ জুলাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে হাটহাজারী উপজেলায় প্রায় দেড় লাখ গাছের চারা রোপণের উদ্যোগের কথা জানানো হয়। ওই দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো–চেয়ারম্যান, হাটহাজারী ৫ আসনের সাংসদ; সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।