হাটহাজারীর ৬নং ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) হত্যাসহ দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর সদরের নিজ বাসা তাকে থেকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ছিপাতলী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে ২০২৪ সালের ৩১ আগস্টের দায়ের করা একটি হত্যা মামলাসহ মোট দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক গতকাল শুক্রবার দুপুরের দিকে জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।