হাটহাজারীর ৩ নম্বর বাজার এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীনের নির্দেশনায় গত ২২ এপ্রিল থেকে চট্টগ্রাম ও পাহাড়ের তিন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল হাটহাজারীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।