হাটহাজারী বাজার এলাকায় বিভিন্ন কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মালামাল রেখে ফুটপাত দখল, অনুমতি ও কাগজপত্রবিহীন হালদা নদীতে মাছ মারার বিষ বিক্রয়ের অপরাধে ৩টি দোকান মালিককে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নাজিম বীজ ভান্ডার থেকে নাইট্রো নামক ৩৪টি মাছ মারার বিষের কৌটা জব্দ করা হয়। গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
তিনি জানান, নাইট্রো নামক বিষ দিয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, শাখা নদী ও খাল থেকে মাছ মারা হয়। এক শ্রেণির অসাধু লোকজন কীটনাশকের দোকান থেকে এই বিষ সংগ্রহ করে মাছ নিধন করছেন, এমন অভিযোগের ভিডিও উপজেলা প্রশাসনের হাতে রয়েছে বলে জানানো হয়।











