হাটহাজারীতে ২৪ ঘণ্টায় তিন শিশুসহ চার মৃত্যু

দুই ভাই পুকুরে ডুবে, একজন সড়ক দুর্ঘটনায় ও অপরজন ভবন থেকে পড়ে প্রাণ হারান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গত ২৪ ঘণ্টায় চার অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল শনিবার দুই সহোদর পুকুরে ডুবে ও আরেক শিশু সিএনজি টেক্সির ধাক্কায় মারা যায়। আগেরদিন শুক্রবার দিবাগত রাতে পাকা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক প্রতিবন্ধী যুবক।

জানা যায়, শুক্রবার হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার মো. শওকত ইসলামের দুইপুত্র মেজবাহ উদ্দিন () ও মিরাজ হোসেন () মীরেরখীল এলাকায় নানার বাড়ি বেড়াতে যায়। গতকাল শনিবার বিকেলের দিকে পরিবারের লোকজনের অজান্তে তার খেলতে বাইরে বের হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লোকজন পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে গতকাল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ইদুলপুর গ্রামের ইয়াছমিন (সাড়ে ৪ বছর) নামে এক শিশু সিএনজি টেক্সির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহেরিন ফাতেয়া রিনভি তিন শিশুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অপরদিকে গত শুক্রবার দিবাগত রাতে ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটের বিসমিল্লাহ ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে আবদুস সবুর (৩৬) নামে এক বাকপ্রতিবন্ধী মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়। তিনি ৮ নম্বর মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বারের বাড়ির আবদুল সালামের পুত্র।

মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী তার ইউনিয়নের একজন মানুষ মারা যাওয়ার খবর পেয়েছেন বলে গণমাধ্যকে জানান। থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রাকে চালকের মৃত্যু চাপা দিল প্রাইভেট কার
পরবর্তী নিবন্ধচলন্ত মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মৃত্যু