হাটহাজারী ১শ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের লালিয়ারহাট জামে মসজিদের পশ্চিমে আবদুল গনি মাতব্বর বাড়ির রাস্তার উপর থেকে তাদেরকে একটি সিএনজি টেক্সিসহ আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী থানার উপ–পরিদর্শক মো: হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সংগীয় ফোর্স নিয়ে উপজেলার লালিয়ারহাট জামে মসজিদের পশ্চিম পাশে আবদুল গনি মাতব্বর বাড়ির রাস্তার উপর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম–থ–১৪–০৩০২ নং সিএনজি তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তার সিটের নীচ থেকে ১শ লিটার চোলাই মদসহ আসামি মরিয়ম প্রঃ জোসনা (৩৬), পিতা–মজিবুর রহমান, স্বামী–জাকির হোসেন, সাং–মধ্য বেতছড়ি খইল্যার দোকান, মুজিবের বাড়ী, থানা– দিঘীনালা, জেলা –খাগড়াছড়ি, বর্তমানে–ভাসমান ও মোঃ সোহেল (২৭), পিতা–মোঃ জামাল মাতা সাং–বর্গার চর মধু মিয়ার বাড়ী, কে আটক করে। আটককৃতদের গতকাল শনিবার কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি গনমাধ্যকে জানান।