হাটহাজারীতে হোটেলে খাবার পরিবেশন করায় জরিমানা

নির্দেশনা অমান্য

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ১২টি মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
শরীফ উল্লাহ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় হাটহাজারী পৌরসভার কলেজ গেট সংলগ্ন রহমানিয়া হাইপার শপকে ৫ হাজার, কাচারি রোডে বন্ধু স্টোরকে ১ হাজার, মিরেরহাটে মেম্বার হোটেলে খাবার পরিবেশন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় ও কিছু লোককে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে হৃদরোগে লোহাগাড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফিরিঙ্গি বাজারে হতদরিদ্রদের মাঝে সবজি বিতরণ