হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি আল্লামা জসিম উদ্দিন বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবো।
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় এতে
প্রধান আলোচকের বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুফতি আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ।
আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মতিউল্লাহ নূরী, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা জয়নাল আবেদীন, নূর মুহাম্মদ, মুফতি মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা সাকিব আমজাদ জমিরী, মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক, হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।