হাটহাজারীতে হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

ছুরিকাঘাতে আহত, রক্তক্ষরণে মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ও সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুল আলম (৩৬) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার মৃত আবদুল নবীর পুত্র।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম (৪৩) বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সোহেল ওরফে শাহাজাহান (২৮), পিতা জাফর উল্লাহ, পশ্চিম দেওয়াননগর এলাকার বাসিন্দা। মো. আবদুল মান্নান (৪২), পিতা সিরাজুল হক, পশ্চিম দেওয়াননগরের বাসিন্দা। মো. নাছির উদ্দীন ওরফে মিন্টু (৩৬), পিতা মৃত এজাহার মিয়া, পূর্ব দেওয়াননগরের বাসিন্দা। মো. জাহেদ (২৮), পিতা কবির আহমদ, পূর্ব দেওয়াননগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আরেক গ্রেপ্তার মো. সোহেল (২৮), পিতা আজিম উদ্দিন। তার স্থায়ী ঠিকানা রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে। বর্তমানে তিনি হাটহাজারীর দক্ষিণ দেওয়াননগরে বসবাস করছিলেন এবং একটি ইট ও বালুর ব্যবসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণপূর্তের অনুমোদন, আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে
পরবর্তী নিবন্ধভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই