হাটহাজারী থানা পুলিশ চাঞ্চল্যকর মোহাম্মদ উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. আরমানকে (২৮) গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে। সে এই ইউনিয়নের ৯নং ওয়াডের চারিয়া ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত ফোরকান আহাম্মদের পুত্র। গ্রেপ্তারকৃতকে গতকাল শুক্রবার আদালত প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার সকালে পুলিশ হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সে চারিয়া ৯নং ওয়াডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ শফির পুত্র। গত সোমবার রাতে একই বাড়ির আটককৃত মো. আরমান, মোহাম্মদ উল্ল্যাহকে ঘর থেকে ডেকে নিয়ে যায় বলে নিহতের ভাই মো. শাহিদুল্লাহ গণমাধ্যমে জানান। দুই দিন পর তার লাশ উক্ত স্থানে পাওয়া যায়। এই হত্যা ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়। পরে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ মোহাম্মদ উল্লাহকে ডেকে নেওয়া মামলার এজাহারভুক্ত আসামি সেই আরমানকে গ্রেপ্তার করে।