হাটহাজারীতে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল দুর্বৃত্তরা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৩৬ অপরাহ্ণ

হাটহাজারীতে দুর্বৃত্তরা বাড়ির গেটের তালা ভেঙ্গে কৌশলে জোরপূর্বক ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (০১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়ার সাদেক ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি চুরির মামলা এন্ট্রি করা হয়েছে।

সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার পাইপের গোড়া নামক স্থানের সাদেকুল ইসলামের বাড়িতে ঘটনারদিন রাত ২ টার দিকে গেইটের বাইরে দুর্বৃত্তদের উপস্থিতি বুঝতে পারেন। পরে গেটের তালা ভাঙ্গার শব্দ শুনে বাইরে বের হতে দরজা খুলতেই দুর্বৃত্তরা তাকে মারধর করে ঘরে ঢুকে বাড়ির অন্যান্য সদস্যরা জিম্মি করে ফেলে।

এসময় পরিবারের নারী সদস্যদের কাছ থেকে দুই জোড়া কানের দুল ও একটি গলার নেকলেস, ভিকটিম সাদেকুল ইসলামের মানিব্যাগে থাকা নগদ চার হাজার টাকা ও তিনটি স্মার্টফোন নিয়ে নেয়। এসময় তারা ঘরে থাকা স্টীল আলমিরা ভাংচুর করে কাপড়চোপড় তছনছ করে। এলাকাবাসী ঘটনা টের পেয়ে পাশের মসজিদের মাইকে ঘোষণা দিলে দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘরের কর্তা সাদেকুল ইসলাম জানান, আমি দরজা খুলতেই পাঁচ থেকে ছয়জন মুখে গামছা বাঁধা হাতে লম্বা ছুরি, হ্যামার, খুনতি, অস্ত্র নিয়ে আমার গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে তারা দ্বিতীয় তলায় উঠে আমার ছেলেকে গলায় ছুরি ধরে মারধর করে হাত, মুখ বেঁধে ঘরের আলমারী ভেঙে স্বর্ণালংকার, টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে সকালের দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় থানায় ঘরের কর্তা সাদেকুল ইসলাম ৬ জনকে অজ্ঞাতনাম আসাসী করে একটি চুরির মামলা করেছেন। অপরাধীদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম সংকট তৈরি করে গুদামে সয়াবিন মজুদ, চট্টগ্রামে অভিযানে ধরা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড