হাটহাজারীর ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের জন্য ইকোর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ‘ইকো’র উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য কেএন৯৫ মাস্ক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি অব্যাহত রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-ধলই ইউনিয়ন কমান্ড কার্যালয়ে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-হাটহাজারী উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরুর নিকট ১০০ পিস এবং ফরহাদাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফরহাদাবাদ ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরীর নিকট ১০০ পিস কেএন৯৫ মাস্ক প্রদান করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইকোর সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী, কর্মকর্তা সফিউল আকবর মাসুদ।