হাটহাজারীতে সিএনজি চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

তিনটি টেক্সি উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্নস্থান ও বাঁশখালী থানা এলাকা হতে চোরাইকৃত ৩ সিএনজিসহ সিএনজি ও মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় মূল হোতাসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউপির সাকিনের চাঁন গাজী তালুকদারের বাড়ির হোসেন মানিকের বসতঘর থেকে সিএনজিগুলো চুরি হয়েছিল। উক্ত চুরির ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গত বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী থানা পুলিশ।

ধৃত আসামিরা হলো রাউজান থানার গহিরা ইউনিয়র পরিষদের মো. মনসুরের পুত্র মো. সুমন (২৭), হাটহাজারী থানার গড় দুয়ারা ইউনিয়ন পরিষদের কামাল হোসেনের পুত্র মো. কামাল হোসেনের পুত্র রিয়াদ (২২), বাঁশখালীর বাহারছড়া ইউপির মাতাব্বর বাড়ির মোহাম্মদ আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৬), লোহাগাড়ার জেসমিনের বাপের বাড়ির বদিউল আলমের পুত্র আবু তালেব (৩১), বায়েজিদ বোস্তামাী থানার রৌফাবাদের রুহুল আমিনের বাড়ির মৃত রুহুল আমিনের পুত্র আলমগীর হোসেন (৩৫), ভোলার বোরহান উদ্দিন থানার মো. ফারুকের পুত্র মো. রাসেল খাঁন (২৯) ও বাঁশখালী থানার কালীপুর ইউপির জাফর আহমদের পুত্র মো. আনিছ (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের দেখানো মতে চোরাইকৃত ৩টি অটোরিক্স সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন বছর মাকে না দেখা নুপুর একাকী মায়ের কাছেই গিয়েছিল
পরবর্তী নিবন্ধদেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন : তথ্যমন্ত্রী