হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গাজী আলী হাসানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১ ডিসেম্বর) মির্জাপুর ইউপির চারিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৮ নভেম্বর হাটহাজারীতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে ভোটগ্রহণের সময় মির্জাপুর ইউপির ৮নং ওয়ার্ডে আটককৃত সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. আলী আহসান যুবলীগ কর্মী মো. শাহাজাহানকে(৩০) বেধড়ক মারধর করার সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) নিয়ে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
আজ বুধবার এ অপরাধে গাজী মো. আলী আহসানকে ১নং বিবাদী সহ আরো কয়েকজনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়।
মামলা পেয়ে পুলিশ আজ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মির্জাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা।