হাটহাজারীতে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সন্ত্রাসী কার্যকলাপ ও দখলবাজির প্রতিবাদে ১নং দক্ষিণ পাহাড়তলীঁ ওয়ার্ডস্থ ৩নং বাজার এলাকাবাসীর উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার বড়দীঘির পাড়ে হাটহাজারী অঙিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩নং বাজার হাবিব মিয়া জামে মসজিদের সাবেক সভাপতি নুর আলমের সভাপতিত্বে এবং ৪নং আমির হামজা কলোনির সমাজসেবক মো. আব্বাস ও রফিকের যৌথ সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মালা বেগম, শাহজাহান লেদু, দিদারসহ আরো অনেকে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজী আলমগীর টিটু, সুমন গাজী, সাগর, মো. সেলিম, ইলিয়াছ, রুবের, জুয়েল, বাদশা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কিছু ভূমিদস্যু ও মাদক কারবারি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আজকে আমরা ৩নং বাজার এলাকাবাসীকে রক্ষার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের অত্যাচার থেকে নিরীহ ৩নং বাজার, আমির হামজা কলোনিসহ অত্র এলাকাবাসীকে রক্ষা করতে ও তাদের আইনের আওতায় এনে এলাকাবাসীদের এ দুর্ভোগ থেকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযান অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু