হাটহাজারীতে শিক্ষা উপকরণ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহায়তায় পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় হাটহাজারী উপজেলা পরিষদের আয়োজনে অবকাঠামো উন্নয়নমূলক উপ-প্রকল্প শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ফার্নিচার বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এছাড়াও উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ আব্দুল জলিল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে স্প্রিং-২০২৩ এডমিশন ফেয়ার
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী