বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে হাটহাজারীতে গতকাল বুধবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফিরোজ চৌধুরী। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ মাধ্যমিক শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরে শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রনজিত কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন বিটিএর চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, বিটিএর হাটহাজারী শাখার সাবেক সভাপতি মো. এমরান হোসেন, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. চাঁন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মো. রেজাউল হক, সুনীল কান্তি দে, মেজবাহ উদ্দীন ও মো. লোকমান।
পরে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির পৌরসভা সদরে নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়।
কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা মো. ফিরোজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন। শিক্ষক নেতা অশোক নাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৌলানা রমজান আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক নেতা সৈয়দ নুরুল আবছার।
ইউএনও বলেন, শিক্ষকরা জাতির উন্নয়নের কারিগর। সারা দিন পেশাগত দায়িত্ব পালনের পর তাদের একটু বিনোদনের প্রয়োজন হয়। তাছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যালয় প্রয়োজন। এ কথা বিবেচনা করে সরকারি খাস জমিতে দুই সংগঠনের জন্য দুটি কার্যালয় নির্মাণ করে দেওয়া হয়।