হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিটাগাং কিংস। গতকাল শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে চিটাগাং কিংস ১–০ গোলে হাটহাজারী ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। এ খেলায় চিটাগাং কিংস এর পক্ষে একমাত্র গোলটি করেন বিজয়ী দলের খেলোয়াড় মনছুর। তিনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওয়াহিদ বাদল। খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ন সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার হোসেন মেহেদির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সহ–সভাপতি এডভোকেট এস.এম. ফরহাদ চৌধুরী সেলিম। এসময় উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক আবুল বাশার, আব্দুল হালিম, আইয়ুব পাভেল, এমরান উদ্দীন হেলাল প্রমুখ। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে হাটহাজারী মির্জাপুর ফুটবল একাডেমি এবং হাটহাজারী খেলোয়াড় কল্যাণ সমিতি।