হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ১:৩০ অপরাহ্ণ

হাটহাজারীতে দুই পক্ষের মারামারির রেশ ধরে প্রতিপক্ষের পিটুনিতে মানিক (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শাস্থ মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ঐ বাড়ির মৃত জামালের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে পারিবারিক দ্বন্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামের ওই যুবকের মৃত্যু হয়।

এতে কযেকজন আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় আরেকটি সূত্র জানায়, গত রবিবার মানসিক ভারসাম্যহীন মানিকের সাথে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তৌহিদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর সেদিন রাতে কে বা কারা মানিককে ধরে পিটুনি দেয়।

পরে সোমবার এলাকাবাসী উল্লেখিত স্থানে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। সম্পর্কে তৌহিদ ও নিহত মানিক চাচা ভাতিজা হয়।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহজাহান বাদশা আজ মঙ্গলবার সকালের দিকে এ প্রতিবেদককে জানান, শুনেছি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মানিক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও শুনেছি।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহম্মেদ আশরাফ মঙ্গলবার সকালের দিকে দিকে জানান, খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ মঙ্গলবার সকালের দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুজনকে আটকও করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার সকাল দশটার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় টমটমের ধাক্কায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল নকল জুস, গ্রেপ্তার ১, মালামাল জব্দ