হাটহাজারীতে দুই পক্ষের মারামারির রেশ ধরে প্রতিপক্ষের পিটুনিতে মানিক (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শাস্থ আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ঐ বাড়ির মৃত জামালের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে মানিক নামের ওই যুবকের মৃত্যু হয়। এতে আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন।
স্থানীয় আরেকটি সূত্র জানায়, গত রোববার মানসিক ভারসাম্যহীন মানিকের সাথে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তৌহিদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর সেদিন রাতে কে বা কারা মানিককে ধরে পিটুনি দেয়। এবং সে নিখোঁজ হয়। পরে সোমবার এলাকাবাসী ওই স্থানে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। সম্পর্কে তৌহিদ ও নিহত মানিক চাচা ভাতিজা হয়।
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহজাহান বাদশা জানান, শুনেছি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মানিক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও শুনেছি। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আশরাফ জানান, খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুজনকে আটকও করা হয়েছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।