রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ট্র্যাজেডির ঘটনায় হাটহাজারীতে গত বুধবার শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। মর্মান্তিক এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি অনেক শিক্ষার্থী, একজন শিক্ষক ও বৈমানিক তৌকির এর মৃত্যুতে তিন দিন ব্যাপি রাষ্ট্রীয় শোক পালনের ২য় দিনে হাটহাজারী পার্বতী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড, সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান, অধ্যক্ষ কল্যান নাথ, প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মুসলিম উদ্দিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শহীদুল ইসলাম ,বোরহান উদ্দিন প্রমুখ। শোক সভায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত ও যারা অসুস্থ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ছালে আহমদ আনছারী।
দ্বিতীয় পর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হাটহাজারী এবং জেলা শিক্ষা অফিস চট্টগ্রামের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই), এসইডিপ্থির পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এ আমন্ত্রিত অতিথিবৃন্দরা ক্রেস্ট ও সনদ পত্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষাক, সেলিম উদ্দিন রেজা। অনুষ্ঠানে উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও পুরুস্কার প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।












