হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৬ অপরাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠান দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসদরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

জানা যায়, রবিবার স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রতিনিধি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসদর বাজারস্থ “রুচি ফুড বেকারি এন্ড সুইটস” নামক একটি প্রতিষ্ঠান কে নানা অভিযোগের ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআর মুলে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনার সময় বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক জেরিন তাসনিম ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান অভিযানের সত্যতা স্বীকার করে রবিবার রাত ৮ টার দিকে দৈনিক আজাদী কে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত আইজি হলেন সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই