হাটহাজারী খেলোয়াড় সমিতির আয়োজিত রিলায়েন্স ভেটারেন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চকবাজার ১৬নং ওয়ার্ড চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটারেন ফুটবল একাদশ এবং মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিন। গত রোববার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটারেন ফুটবল একাদশ ১–০ গোলে হাটহাজারী খেলোয়াড় সমিতিকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিন ৩–০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ম্যাচ শেষে হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী দলের যথাক্রমে মোজাম্মেল ও খালেদ হাসানকে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সি প্লাস ও সি স্পোর্টসের এডিটর ইন চীফ আলমগীর অপু। এ সময় বিশেষ অতিথি ছিলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, জসিম উদদীন বাবুল, সাহিদুল আজম, প্রধান পৃষ্ঠপোষক মো. রাশেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. জাফর, মনিরুল ইসলাম চৌধুরী, আসলাম মোরশেদ, এস,এম সাইদুর রহমান,শাহেদুল আলম শাহিন, মো. রাশেদ, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম ও এম, এ মান্নান প্রমুখ। আগামী ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭:৩০ টায় টুর্নামেন্টের ফাইনালে অংশ নেবে চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটারেন ফুটবল একাদশ এবং মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিন।












