হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

হাটহাজারীর মেখল ইউনিয়নের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ ও ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলায় ইছাপুর বাজারের একটি কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারীরাঙ্গামাটি সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেখল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাইয়ুমের সভাপতিত্বে ও জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহ আলম, আব্দুল লতিফ, বোরহান উদ্দিন, কাজী এস এম রাশেদ, মো. নাজিম উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ এমদাদুল হক, মো. আলমগীর প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল ইছাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লেখিত কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে মেখলের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমরা থানা ঘেরাও করবো।

উল্লেখ্য, গত ২০ অগাস্ট বেলা এগারটার দিকে উত্তর মেখলের মৃত আবুল কাশেমের পুত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। একইদিন সন্ধ্যায় হোয়াটসআপে পরিবারের সবাইকে প্রাণে মারার হুমকি দেয় দুর্বৃত্তরা। সেদিন রাতেই ফটিকছড়ি উপজেলা এলাকা থেকে মো. মানিক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনার পরদিন ওই বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুর নবী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় অজ্ঞাতনামাদের বিবাদী করে একটি অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করে চুয়েট শিক্ষক সমিতির বিবৃতি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার