হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজ্জাদ (১৬) নামের এক কোরআনে হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ ওই ইউপির ৬নং ওয়ার্ডের জোর পুকুর পাড়ের পূর্ব পাশের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ২য় পুত্র।
সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ সাজ্জাদ তার পার্শ্ববর্তী এলাকার মির্জা বাড়ীতে ইলেকট্রিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান মা, আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মো. মাহমুদ আল আজাদ বিদ্যুৎস্পৃষ্ট নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের প্রতিবেশী গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. রিয়াজ মোর্শেদ রবিবার রাত দেড়টার দিকে এ প্রতিবেদককে জানান, কাল সোমবার বেলা এগারটার দিকে নিহতের নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।