হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ৭:৩৫ অপরাহ্ণ

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আকবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল যাত্রী সৌরভ (১৮) নামের আরেকজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (০৪ মার্চ) বিকালে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সত্তার ঘাট এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে আকবর ও সৌরভ মোটরসাইকেল নিয়ে হালদা ব্রিজের দিকে ঘুরতে যায়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকরা বাইকটি। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।

পরে আশে পাশের লোকজন ছুটে এসে তাতের উদ্ধার করে দ্রুত হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত সৌরভকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদ জানান, নিহত আকবরের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা ও আহত সৌরভ উপজেলার ধলই ইউনিয়নে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড