হাটহাজারীতে বন্দুক কার্তুজ ও মাদকসহ গ্রেপ্তার ১

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পাহাড়ি এলাকা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ধারালো অস্ত্র, মাদক (ইয়াবা) ও নগদ টাকাসহ কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনি প্রকাশ মহিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার বিকালে হাটহাজারী মডেল থানাধীন ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে ওয়াসার পরিত্যক্ত পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক কামরুল ফতেয়াবাদস্থ জিয়ন মুহুরীর বাড়ির মমতাজ সর্দারের পুত্র। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গতরাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাটহাজারী থানার উপপরিদর্শক রুপন নাথ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে একাধিক মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে ওই স্থান থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩টি কার্তুজ, ৫১ পিস ইয়াবা, ১টি লোহার ছেনি, ১টি দা, ১টি ধারলো টিপ ছুরি, ৩টি ধারালো ছুরি, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করবে দুদক
পরবর্তী নিবন্ধকারাগারে মারা গেলেন উখিয়ার ‘ফোর মার্ডার’ মামলার আসামি