হাটহাজারীতে বনমোরগ পাচার চক্রের সদস্য আটক

২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ১০:৫৫ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার চারিয়া মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে বনমোরগ পাচার চক্রের এক সদস্যকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (৫ মার্চ) বিকেলে চারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বশির আহাম্মদের পুত্র আবু সাইদকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬টি বনমোরগ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানান, বনমোরগের বাচ্চা প্রতিটি ১১শ’ থেকে ১৫শ’ টাকায় বিক্রি করেন।

এছাড়া বড় আকারের বনমোরগ প্রতিটি আকার অনুযায়ী ৪ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রয় হয় বলে বনবিভাগের টিম থেকে জানা যায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, বনমোরগ পাচারের বিষয়টি স্বীকার করলে অভিযুক্ত আবু সাইদকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, “বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সচেতনতা জরুরি। কেননা জীববৈচিত্র্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর ৮ দিন পর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্রাহকের প্রকাশ্য ছুরিকাঘাতে এনজিও কর্মী খুন