হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফুটবল একাডেমি ফতেয়াবাদ। গতকাল মঙ্গলবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চট্টগ্রাম ফুটবল একাডেমি ফতেয়াবাদ টাইব্রেকারে ৫-৪ গোলে হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশূন্যভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জুয়েল। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. আবু সরওয়ার চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাহেদুল হক খোকন, কার্যনির্বাহী সদস্য এম.নিয়াজ মোর্শেদ, তোফাজ্জল হোসেন ফোরকান, শাহেদুল আলম শাহীন, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক এম এ ছালাম, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, শেখ মোরশেদুজ্জামান, হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসেন মেহেদী, আবুল বশর, মো. ইব্রাহীম, মুন্না, আব্দুল হালিম, ইসমাঈল, বাসেক প্রমুখ।