হাটহাজারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে ব্যক্তি নিখোঁজ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নূরুল আলম (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি একই এলাকার মৃত গোলাম হোসেনের পুত্র।

জানা যায়, প্রতিদিনের মতো নূরুল আলম তাদের এলাকার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যান। সাধারণত মাছ শিকারের পর সন্ধ্যায় তিনি বাড়িতে চলে যান। কিন্তু গতকাল সন্ধ্যা হয়ে গেলেও নূরুল আলম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। রাতে একপর্যায়ে মাছ ধরতে যাওয়া পুকুর পাড়ে বড়শি ও সরঞ্জাম দেখতে পেলেও তার খোঁজ মেলেনি। রাত ১১টা ২০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, বিষয়টি হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। শুক্রবার (আজ) সকালে ডুবুরি দল আসার কথা রয়েছে। তারা আসলে পুকুরে নেমে তল্লাশি চালানো হবে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআমি বললেই গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল
পরবর্তী নিবন্ধসুলতানপুরে শ্যামা পূজা উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি শুরু