হাটহাজারীর মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পুকুর ভরাটের দায়ে মো. মঞ্জু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
পরিবেশ আইন লংঘন করে পুকুর (জলাধার) করা সংক্রান্ত একটি সংবাদ গত বৃহস্পতিবার দৈনিক আজাদীর ৮ম পৃষ্ঠায় প্রকাশিত হয়। সেই সংবাদের জের ধরে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান এ অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের নেতৃত্বে অভিযানে জলাধার ভরাটের দায়ে ইউনুস মিয়ার পুত্র মো. মঞ্জু মিয়াকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
ইউএনও গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও ফোর্স উপস্থিত ছিলেন।