হাটহাজারীর উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের পশ্চিম পাশে গতকাল মঙ্গলবার সকালের দিকে রাউজানমুখী (নোয়াখালী ১১–০১২৩) একটি খালি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ উপ–পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার বিকাল তিনটার দিকে দৈনিক আজাদীকে জানান, ভোর রাতের দিকে খালি পিকাপটি রাইজানের দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়। তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেকার আসলে গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।