হাটহাজারীতে কহিনুর আক্তার (৫৬) নামে এক নারীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় স্কুল শিক্ষক জাহেদুল ইসলাম।কহিনুর আক্তার উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাতু মুন্সি বাড়ির মৃত আবুল ফজলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন কহিনুর আক্তারকে বটতলী এলাকায় নিজ বাবার বাড়িতে আপন ভাইয়ের ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হাটহাজারী থানা কর্তৃপক্ষ লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।












