হাটহাজারীতে ধারালো অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে মো.সাহাব উদ্দিন (৪৬) ও মো. আনিছ (৩০) নামের ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা, চারটি টিপ ছুরি ও তিনটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

গত বুধবার মডেল থানা কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে হাটহাজারী ফতেয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মো.সাহাব উদ্দিন. বাঁশখালীর শেখেরখীল ইউপির ৯নং ওয়ার্ডের আহম্মদ হোসেনের পুত্র এবং মো.আনিছ, বাঁশখালীর ৬নং ওয়ার্ডের দিলোয়ারা বাপের বাড়ির মো.খলিলুর রহমানের পুত্র। গোপন সংবাদের ভিক্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজের নেতেৃত্বে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়াসহ থানার এসআই রুপন নাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে উল্লেখিত এলাকার একটি গার্লস স্কুলের পাশের পরিত্যক্ত গুদামের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ৩ সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি টিপ ছুরি (চাকু), তিনটি ধারালো দা এবং পার্শ্ববর্তী রাস্তা থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মো.সাহাব উদ্দিনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় চলতি বছরের ২৫ জুন করা অস্ত্র মামলা রয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, গ্রেপ্তারকৃত দুই জনকে গত বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আর তাদের ৩ সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজে নবীনবরণ