হাটহাজারীতে অভিযান চালিয়েছে দুই আইসক্রিম তৈরির কারখানা মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার পৌরসভার কৃষি ফার্ম রোড ও ইসহাক মার্কেট মেখল রোড এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
জানা যায়, হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়ের ‘ফয়জুল্লাহ আইস বার’ ও মেখল রোড়স্থ ‘ফয়জিয়া আইস বার’ নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসিটিআই–এর লাইসেন্স ব্যতিত আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এবং আইসক্রিমে ক্ষতিকারক ঘন চিনি (সোডিয়াম সাইক্লেমেট) ব্যবহার, প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদের তারিখ না থাকা, অননুমোদিত ফুড কালার ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যথাক্রমে বুলবুল ও মো. আলীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।