হাটহাজারীতে তিন দিনের ব্যবধানে দুই অগ্নিকাণ্ড

পুড়েছে চার বসতঘর ও একটি আসবাবপত্র কারখানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে তিন দিনের ব্যবধানে দুইটি পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নে ও গত রোববার নাঙ্গলমোড়া ইউনিয়নে এসব অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সড়ক ও জনপথ বিভাগের সাব অফিস সংলগ্ন এলাকায় আব্বাস উদ্দিনের একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা। আগুন লাগার কারণ জানা যায়নি।

অপরদিকে গত রোববার উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আসাদ আলী তালুকদারের বাড়িতে দুপুরে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে মো. নূরুল হুদা, মো. মোরশেদ, নূরুল হক ও শাহাবুদ্দিনের বসতঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। নাঙ্গলমোড়া ইউ পি চেয়ারম্যান হারুন অর রশীদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান পৃথক দুই অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের হক আদায় করলে দেশে গরিব থাকবে না
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষ ছিলেন মনির আহমদ