হাটহাজারীতে ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ট্রাক চাপায় মো. আরিফ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চালক মামুন, যিনি নিহতের মামা। গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টায় চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সিজেনহাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ির বাসিন্দা, আবদুর শুক্কুরের পুত্র।

নিহতের চাচাতো ভাই নিজাম উদ্দিন জানান, তারা পারিবারিক কাজে নন্দীরহাট এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে রাস্তার সামনে পড়ে থাকা একটি রিকশার কারণে বাইক চালক হঠাৎ ব্রেক করলে আরিফ বাইকের পেছনে পড়ে যান। এই সময় পাশ দিয়ে যাওয়া নগরমুখী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চাপায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাইক চালক মামুন বর্তমানে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর এএসআই মামুনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার প্রতিবন্ধী ও অনাথকে কম্বল দিলেন মেয়র
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে গবেষণা প্রস্তাবনা লেখন বিষয়ক কর্মশালা