হাটহাজারীতে জিপের সাথে সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৫ জুন, ২০২১ at ৯:২৫ অপরাহ্ণ

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান সংলগ্ন স্থানে আজ শনিবার (৫ জুন) মালবাহী জিপের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের খান মোহাম্মদ পাড়ার মো. এজাহার মিয়ার পুত্র মোহাম্মদ ফারুক (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি হাটহাজারীর দিকে যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছালে জিপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশা চালক মারাত্মক আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে লোকালয়ে এসে জনতার হাতে ধরা বাঘশাবক
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ থানা ছাত্রলীগের আনন্দ র‌্যালি