চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির জাতীয় গ্রিডের ট্রান্সফরমার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ঘটনার পর থেকে নগরের বিভিন্ন এলাকায় প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এখনো নগরের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ধীরে ধীরে তা সচল করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম বলেন, জাতীয় গ্রিডের সিটি (কারেন্ট ট্রান্সফরমার) ট্রান্সফরমার অগ্নিকাণ্ডের কারণে একটি ১৩২ কেবি লাইন বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় প্রায় ৩০ মিনিট লোডেশেডিং দেখা দেয়। এখন আবার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হচ্ছে। আগামী ১ ঘণ্টার মধ্যে পুরোপুরি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে, চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সকাল থেকে লোডশেডিং চলছে। নগরের চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। সকাল থেকে এসব এলাকায় লোডশেডিং চলছে।