হাটহাজারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনা সভা ও মশক নিধন কার্যক্রম গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। সভায় দিনটির গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, আবুল বাশার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় ইউ পি সচিবদের পক্ষে বক্তব্য রাখেন মো. আবু তৈয়ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেনা বাহিনী দিবস ও ভোক্তা অধিকার দিবসও উদযাপন করা হয়েছে। শুরুতে শহীদ সেনা বাহিনীর সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তাছাড়া আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও যানজট নিরসনে ব্যবসায়ী সংগঠনের সাথেও মতবিনিময় করা হয়। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। সভায় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।