হাটহাজারীতে চোরাই সিএনজি, চারটি ব্যাটারীসহ দুই চোরকে আটক করা হয়েছে। মদুনাঘাট আই,সি তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ৩নং ওয়ার্ড থেকে চোরাই মালামালসহ তাদের আটক করে। অভিযান পরিচালনাকারী তদন্ত কেন্দ্রের উপ– পরিদর্শক এ এইচ এ মামুন জানান, গতকাল শনিবার দুপুরে সংগীয় ফোর্স নিয়ে ডিউটি কারার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নং শিকারপুর ইউনিয়নের ৩ নং বাথুয়া জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে আটক করা হয় মো. আবচার হোসেন প্রকাশ মানিক(৩২) পিতা মো. ফজলুল করিম উরকিরচর ইউনুসিয়া মাদ্রাসার পাশে মুছা বিল্ডিং এর ভাড়াটিয়া, ও মো. আজিম প্রকাশ অভি (২৪) পিতা মো. আলমগীর হোসেন গচ্ছি নয়াহাট পাঠান পাড়া রুমন সওদাগরের বাড়ি। আটককৃতদের হেফাজতে থাকা একটি সিএনজি টেক্সি ৪ টি অটো রিক্সার ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সর্বমোট ২ লাখ,১০ হাজার টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।












