বিপিএল–২০২৫ এর ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস গতকাল দুপুর ১২টায় হাটহাজারী রহিমপুর ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজে যায়। তাদের আগমন উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং কিংস এর স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন, ব্যাটার ওসমান খান এবং গ্রাহাম ক্লার্ক। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল মনজুর ফজলে হাবীবের স্বাগতিক বক্তব্য প্রদান এবং ক্রীড়া শিক্ষক তছলিম উদ্দিন ও দাতা প্রতিষ্ঠান কিউসি গ্রুপের প্রতিনিধি মাহমুদ হাসান রুমির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দাতা সদস্য আবদুর রহমান চৌধুরী, মেখল ইউনিয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রাশেদ, ইছাপুর খেলোয়ার সমিতির সভাপতি মঞ্জুর আলম প্রমুখ।