হাটহাজারীতে চালার টিন কেটে ইলেক্ট্রনিক্স দোকানে চুরি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক ইউপি সদস্যের দোকানের চালার টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেখল ইউনিয়নস্থ সত্তারঘাট এলাকার আহমেদ ট্রেডার্স নামক হার্ডওয়্যার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকানে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দীন আহাম্মদ এ ব্যাপারে গতকাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার রাত ১০টার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে নাজিম নিজের বাড়িতে চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকানের দরজা খোলে দেখেন উপরের টিন কাটা। পরে দোকানের ভেতর ঢুকে দেখেন দোকানে থাকা বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক তার, বাথরুম ফিটিংস সামগ্রী ও বিভিন্ন প্রকারের মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী সব গায়েব করে দিয়েছে চোরচক্র। চুরিকৃত সামগ্রীর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা হবে।

দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে মুখে মাস্ক পরা অজ্ঞাতনামা চোরচক্র টিন কেটে দোকানে প্রবেশ করে। এর পরপরই তারা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যার কারণে চোরদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান জানান, দোকান চুরির একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির থ্রিপল-ই বিভাগের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গরু চুরি বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি